টুইটারে সবাইকে আনফলো করে এখন মাত্র ৮ জনকে ফলো করছেন করণ জোহর

0
129

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

১৪ জুন, রবিবার নিজের বাড়িতেই আত্মঘাতী হন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। তবুও সোশ্যাল মিডিয়ায় সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যু নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে। জনপ্রিয় অভিনেতার মৃত্যুর জেরে এখন দুইভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড।

Karan Johar | newsfront.co
ফাইল চিত্র

একদল সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ‘প্রিভিলেজড ক্লাব’ সদস্যদের দায়ী করেছেন। বলিউডের স্বজনপোষণই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী, বলিপাড়ার অন্দরমহল থেকে এমনই দাবি উঠে আসছে। সুশান্তের মৃত্যুর জন্য নেটিজেনদের সবচেয়ে বেশি রোষের মুখে পড়েছেন করণ জোহর। জীবদ্দশায় মুক্তিপ্রাপ্ত সুশান্ত অভিনীত শেষ ছবি ‘ড্রাইভ’এর প্রযোজক ছিলেন তিনি।

সুশান্তের মৃত্যুর পর করণের শোকপ্রকাশকে ‘লোকদেখানো কুমিরের কান্না’ বলতেও ছাড়েননি নেট নাগরিকরা। সুশান্তের মৃত্যুর পর রবিবার করণ জোহর নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, “তোমার সঙ্গে গত এক বছর যোগযোগ না রাখবার জন্য আমি নিজেকে দোষারোপ করছি। আমার কখনও কখনও মনে হয় সত্যি তোমার কখনো কখনো একটা মানুষকে দরকার হয় তোমার জীবনটা ভাগ করে নেওয়ার জন্য। আমি হয়ত সেই ভাবনা নিয়ে যোগাযোগ রাখিনি। এই ভুলটা আর জীবনে কোনওদিনও করব না। শুধু একটা সম্পর্ক গড়লেই হয় না এই কঠিন সময়েই এই সম্পর্কটার খেয়ালও রাখতে হয়”।

আরও পড়ুনঃ চলচ্চিত্রের পথে গণনাট্য দল ‘স্বপ্ন সৃজন’

এরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে কমেছে করণ জোহরের জনপ্রিয়তা, ইনস্টাগ্রাম, টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা দ্রুত গতিতে কমছে। আপতত টুইটারে মাত্র ৮টি অ্যাকাউন্ট ফলো করছেন করণ। যার মধ্যে তিনটি তাঁর নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের নানান টুইটার হ্যান্ডেল।

আর যে পাঁচ ব্যক্তিকে তিনি ফলো করছেন তাঁর মধ্যে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একজন তাঁর প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা। এই মুহূর্তে যে তিন জন বলি তারকাকে করণ ফলো করছেন তাঁরা হলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও অক্ষয় কুমার। বিতর্কের মুখে পড়ে করণ জোহর আনফলো করেছেন শিল্পা শেট্টি, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট থেকে শুরু করে অন্য সকল বলিউড তারকাকে।

অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর, একতা কাপুর, সলমন খান, সঞ্জয় লীলা বনশালি-সহ আট জন বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ ভারতীয় দণ্ডবিধির ১০৯, ৫০৪, ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছেন ওই আইনজীবী। এই মামলার শুনানি হবে ৩ জুলাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here