সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
হঠাৎ করে ভোরবেলা ঘুম ভেঙ্গে দেখেন ঘরের টিন নেই , মাথার ওপর ধুধু করছে আকাশ।এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলের দক্ষিণ ঘোষপাড়া ও উদয় নগর চরকলোনির একাধিক বাড়িতে। কালবৈশাখী ঝড় তছনছ করে দিয়েছে সব কিছু। বসত বাড়ি ভেঙ্গে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষ।
ঘর ভেঙ্গে যাওয়ার পরেএখন কোথায় কিভাবে রাত কাটাবেন সেই চিন্তায় রয়েছেন তাঁরা। দক্ষিণ ঘোষপাড়া গ্রামের সালেহা বেওয়া বলেন বেশ কয়েক বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন, সেই থেকে কন্যা সন্তানকে নিয়ে কোনো রকমে সংসার চালান তিনি। তার উপর এই ঝড় এসে বাড়ির টিন উড়িয়ে নিয়ে গিয়েছে,এখন কিভাবে ঘর সারাবেন আর কিভাবে সংসার চালাবেন সেই চিন্তায় রয়েছেন তিনি। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম বাবু ও রাজদুল ইসলাম খোঁজ খবর নিয়েছেন, সরকারি ভাবে যথাসম্ভব সাহায্যের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
একই ভাবে চরের ঘরভাঙ্গা অসহায় মানুষেরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পঞ্চায়েত সদস্যদের কাছে। ঝড়ের খবর পেয়ে ছুটে যান চরে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত উপ প্রধান ফিরোজ আলী সহ দুই পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম বাবু ও রাজদুল ইসলাম।সরজমিনে পরিদর্শন করে সরকারি ভাবে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দেন। বিডিও শোভন দাস বলেন প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত বাড়ি ঘর ভেঙ্গেছে তাদের প্রাথমিক ভাবে সাহায্য করা হচ্ছে ব্লকের পক্ষ থেকে। এই ঝড়ের ঘটনায় জলঙ্গী বি ডি এম ও সোমনাথ মুখার্জি বলেন, “যেভাবে অসহায় মানুষরা আমাদের কাছে এসেছেন সেই মত সাহায্য করা হচ্ছে ত্রিপল সহ আরো অনেক কিছু,ব্লকের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে। ভাবা হচ্ছে আরো বেশি কিছু সাহায্য করার জন্য।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584