নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেলদা মূর্তি সংরক্ষণ কমিটি ও হেমচন্দ্র সাহিত্যসভার উদ্যোগে বেলদা হাইটেক মোটর্স চত্বরে প্রতিষ্ঠিত হল হেমচন্দ্র কানুনগো’র আবক্ষমূর্তি। উদ্বোধন করেন ডাঃ যোগেন্দ্রনাথ বেরা। উপস্থিত ছিলেন লোকসংস্কৃতির গবেষক ডঃ বিরাটকুমার বৈরাগ্য, অধ্যাপিকা ডঃ পুষ্প বৈরাগ্য, হেমচন্দ্র সাহিত্যসভার চেয়ারম্যান সবিতা মন্ডল প্রমুখ।
রবিবার ছিল অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য হেমচন্দ্র কানুনগোর ১৪৯ তম জন্মদিন। ১৮৭১ সালের ৪ আগষ্ট তদানীন্তন নারায়ণগড় থানার রাধানগর গ্রামে হেমচন্দ্রের জন্ম। ১৯০৬ সালে তিনি ফ্রান্সে যান বোমা তৈরির রসায়ন শিখতে।
তিনিই ছিলেন ক্ষুদিরাম বসুর অস্ত্রগুরু। ১৯০৭ সালে হেমচন্দ্র কানুনগোই প্রথম ভারতের জাতীয় পতাকার রূপকার। এদিন সাহিত্যিক প্রবীর জানাকে এবছরের ‘দ্রোণাচার্য’, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রিয়ব্রত মিশ্রকে ‘বিমলেন্দু শিক্ষকরত্ন’ এবং সংগীত শিক্ষাগুরু মনোজ বারিককে ‘শিল্পশ্রী’ প্রদান করা হয়।
আরও পড়ুনঃ স্বেচ্ছায় রক্তদান শিবিরে সবুজায়নের বার্তা
অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে হেমচন্দ্র কানুনগোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শিক্ষক ও সাংবাদিক অখিলবন্ধু মহাপাত্র।
বেলদা মূর্তি সংরক্ষণ কমিটির সম্পাদক বাঙ্ময় মিশ্র সকলকে অভিনন্দন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584