সুদীপ কুমার খাঁড়া, দাঁতন:-
লোকগবেষক প্রয়াত বঙ্কিম মাইতির মৃত্যু বার্ষিকীকে স্মরণে রাখতে এবং লোক সংস্কৃতি নিয়ে তাঁর আজীবন কাজ ও নিরলস পরিশ্রম কে শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক দাঁতন শহরের টাউন লাইব্রেরিতে লোকসংস্কৃতি ও পুরাতত্ত্ব বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দণ্ডভুক্তি পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র -এর উদ্যোগে আয়োজিত এই সভায় বিস্তৃতভাবে এবং ব্যাপকভাবে লুপ্তপ্রায় ললিতা-শবর পালা নিয়ে আলোচনা করলেন শিক্ষক শ্রী তরুণ সিংহ মহাপাত্র।
একটি প্রত্ন মূর্তি ঘিরে শৈব ভাবনা নিয়ে আলোচনা করলেন শ্রী বিশ্বজিত ঘোষ ।এই অঞ্চলের নারী জীবনের চালচিত্র নিয়ে আলোচনা করলেন শ্রী বরুণ মাইতি এবং সরশঙ্কা দীঘি সংলগ্ন মন্দির ও মাজার নিয়ে বক্তব্য রাখলেন শ্রী অতনুনন্দন মাইতি ।
বিশেষজ্ঞ ও মুখ্য বক্তা রূপে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার গুরুসদয় দত্ত মিউজিয়ামের সহকারী কিউরেটর ,লোকগবেষক ড . দীপক কুমার বড়পান্ডা ।তিনি বলেন -“দাঁতনে এই ধরনের চর্চা স্বাভাবিক এবং প্রয়োজনীয়।তবে আরো কিছু নিয়ম মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ধরনের চর্চা করা উচিত।”
সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যাপক শ্রী যতীন্দ্র নাথ মিশ্র।উপস্থিত ছিলেন শ্রী সূর্য নন্দী, শ্রী শিবশংকর সেনাপতি ,শ্রী অরবিন্দ দাস ,শ্রী সন্তু জানা ,শ্রী দেবাশীষ পণ্ডিত ,শ্রী অবন্তি জানা ,শ্রী বিমল শিট,সংগঠনের সম্পাদক শ্রী বিশ্বজিত ঘোষ, প্রয়াত বঙ্কিম মাইতির আমেরিকা প্রবাসী কন্যা ও জামাতা প্রমুখ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584