মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা আবহের মধ্যেই গ্লোবাল ডিজাইন, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘ফসিল’ ঘোষণা করলো তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের নাম। ২০১৮ সাল থেকে ফসিল গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
এরপর ২০২০ তে ফসিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বর্তমান প্রজন্মের কাছে সেরা স্টাইল আইকন হিসাবে দিশা পাটানি বেশ জনপ্রিয়। বেশকিছু অভিনব ও নতুনত্বও ফ্যাশন করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। ফ্যাশনের বিষয়ে তাঁর জ্ঞান যে মোটেই সামান্য নয় তা স্পষ্ট।
আরও পড়ুনঃ সাদা কালো ভালোবাসা
ভারতে প্রথম সারিতে থাকা অভিজাত ফ্যাশন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম ব্র্যান্ড হল ‘ফসিল’। এরকম একটি অভিজাত ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে অত্যন্ত খুশি দিশা। অন্যদিকে, ফসিল গ্রুপও দিশা পাটানি-কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে আনন্দ প্রকাশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584