ডিজনি পিক্সারের ‘টার্নিং রেড’-এর ট্রেলারে শিখ চরিত্র দেখে টুইটারে দর্শকের উত্তেজনা তুঙ্গে

0
129

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

Turning Red Disney
ছবি: টুইটার

২০২২-এ মুক্তি পেতে চলেছে আমেরিকান অ্যানিমেটেড সিনেমা ‘টার্নিং রেড’। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ডিজনি পিক্সার। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত মজার দৃশ্য দিয়ে মোড়া থাকবে। ফলে ছবিটি আনন্দে মাতিয়ে রাখবে দর্শককে। মূলত ছোটদের জন্যই নতুন চমক নিয়ে আসছে ‘টার্নিং রেড’।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। যা নাড়িয়ে দিয়েছে দর্শককূলকে। মাত্র ৪ দিনর মধ্যেই নেটিজেনদের হৃদয়স্পর্শ করেছে এই ছবির ট্রেলার।

পিক্সার প্রযোজনা সংস্থা ‘শিখ’ ধর্মের একটি চরিত্রকে এই ছবিতে যেভাবে দেখিয়ছে তাতে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা। ‘টার্নিং রেড’-এর ট্রেলার দেখার পরই এক টুইটার ব্যবহারকারী ট্রেলারের ছবি পোস্ট করে টুইট করেছেন, ‘আমি খুব খুশি আর ছবিটি মুক্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শিখ ধর্মের যে সমস্ত শিশু রয়েছে তাঁরা এই পর্দায় সর্দারকে দেখে আনন্দ পাবে।”

আরও পড়ুনঃ সদ্য অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘তুফান’, রিভিউ দিলেন স্বয়ং শাহরুখ খান

কেউ কেউ আবার টুইটারে লিখেছেন, “পিক্সার আমেরিকান কোম্পানি হলেও তাদের প্রযোজিত ছবিতে একজন শিখ ধর্মের অর্থাৎ পাঞ্জাবির চরিত্রকে জায়গা দিয়েছে। পিক্সার আমেরিকান কোম্পানি হয়ে এই কাজ করতে পারলেও বলিউড এখনও পর্যন্ত এটা করতে পারলো না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here