নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ভরা জোয়ারের ফলে উত্তাল দীঘা সমুদ্র, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জানানো হয়েছে গোটা সমুদ্র সৈকত এলাকায়। নিষেধাজ্ঞা অমান্য করেও সমুদ্রে নেমে রবিবার দুটি পৃথক ঘটনায় নিখোঁজ দুই।
জানা গিয়েছে, বর্ধমানের মেমারি এলাকায় বাসিন্দা শেখ মানিক এবং তাঁর স্ত্রী অনুসূয়া বেগমকে নিয়ে সমুদ্রে নামে। তলিয়ে যেতে দেখে কর্মরত নুলিয়ারা স্ত্রীকে উদ্ধার করলেও শেখ মানিককে এখনও পাওয়া যায়নি।
কর্মরত নুলিয়ারা সূত্রে জানা যায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন এই দম্পতি। অন্যদিকে স্পিডবোর্ড নামিয়ে ওই নিখোঁজ ব্যক্তিকে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
অন্যদিকে নিউ দীঘায় সৌরভ মন্ডল নামে এক কিশোর তলিয়ে যায়। জানা যায় হাওড়া উলুবেরিয়া এলাকার বাসিন্দা সে। এরপর কর্মরত নুলিয়ারা সেই কিশোরকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ স্কুটি ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
জানা গেছে হাওড়া উলুবেরিয়া থেকে ৫০ জনের এক পর্যটকের টিম এদিন আসে দীঘায়। এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে বারবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কিভাবে নামছে সমুদ্রে পর্যটকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584