ভূমিহীনদের পাট্টা প্রদান

0
99

মনিরুল হক,কোচবিহারঃ

Distribute patta to the landless
নিজস্ব চিত্র

ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হল। আজ পশ্চিমবঙ্গ সরকারের ভুমি ও সংস্কার দপ্তরের উদ্যোগে মাথাভাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমিহীনদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি ডি.এল.আর.ও রোনাল্ড সুব্বা, মাথাভাঙ্গা মহকুমা ভুমি সংস্কার আধিকারিক এন জে বি লেপচা, ব্লক ভুমি সংস্কার আধিকারিক দলমা লেপচা, মাথাভাঙ্গা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মজিরুল হোসেন সহ আরও অনেকে।

Distribute patta to the landless
নিজস্ব চিত্র

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন পুর্বতন ছিটমহলবাসীদের ৫৬৯ জন কে জমির পাট্টা তুলে দেওয়া হয়। এরা প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা পাবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। মাথাভাঙ্গা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মজিরুল হোসেন বলেন, ছিট মহলের ভূমিহীনদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল।

আরও পড়ুনঃ ডেবরায় জাতিগত শংসাপত্র প্রদান অনুষ্ঠান

এই পাট্টা দিয়ে তাঁরা কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান। এদিকে এই জমির পাট্টা পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি বাসন্তি নমদাস, ফুলতি বর্মন, এরশাদ মিয়া সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here