স্বাস্থ্য কর্মীদের মধ্যে ট্যাব বিতরণ

0
37

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

বসে খাতায়-কলমে কাজ করা শেষ। এবার আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে কাজ করতে হবে স্বাস্থ্য বিভাগের মহুকুমা ও ব্লক ভিত্তিক স্বাস্থ্য কর্মীদের। শুক্রবার কোচবিহার জেলার ৪০৬ সাব সেন্টারের মধ্যে ২০ টি সেন্টারের হাতে স্বাস্থ্য দফতরের মাধ্যমে তুলে দেওয়া হল একটি করে ট্যাব।

ট্যাব বিতরণ। নিজস্ব চিত্র

এই ট্যাবে ইন্সটল করা আছে বিশেষ একটি সফটওয়্যার, যার মাধ্যমে সমস্ত খাতা-কলমে রাখা তথ্য সরাসরি প্রতিস্থাপন করা যাবে ট্যাবে। পাশাপাশি দ্রুত সেই তথ্য পাঠিয়ে দেওয়া যাবে জেলা থেকে রাজ্যে। স্বাস্থ্য কর্মীদের হাতে ট্যাব তুলে দেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় ও জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ্য সুচিস্মিতা দত্ত শর্মা। জেলাশাসক জানান, স্বাস্থ্য দফতরে কাজের গতি আনতে এই আধুনিক পদ্ধতি চালু করা হয়েছে। আজ কয়েকটি সাব সেন্টারে ট্যাব দেওয়া হয়েছে, আগামীতে গোটা জেলায় সমস্ত সেন্টারগুলিতে পৌঁছে যাবে ট্যাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here