অপুষ্ট শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান

0
93

নিজামুদ্দিন সেখ, রেজিনগর:সমাজসেবী সংগঠন সিনি শিশুদিবসে দাদপুর পঞ্চায়েতে অপুষ্ট শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদানের কর্মসূচী পালন করার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি ছিল অন্য বিভিন্ন এলাকাতেও সেই কর্মসূচী ছড়িয়ে দেওয়ার। সেই প্রতিশ্রুতি মত আজ বেলডাঙ্গা -2 ব্লকের রামপাড়া-2 গ্রামপঞ্চায়েতে প্রচার অভিযানের পাশাপাশি 230 জন অপুষ্ট বাচ্চার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুষ্টিকর খাবার।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত সিনির বেলডাঙ্গা -2 এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তপন হাজরা নিউজফ্রন্ট প্রতিবেদককে জানান যে, “আমাদের সংস্থার মূল লক্ষ্য প্রতিটি বাচ্চা সুস্থতার সাথে বেড়ে উঠুক সেই লক্ষেই এই সকল কর্মসূচী।
প্রচার কর্মসূচীতে অপুষ্ট শিশুর প্রধান কারন বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে সন্তান প্রসবকে চিহ্নিত করে আলোচনা করেন আলোচকবৃন্দ। এই অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান সেরভিনা বিবি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here