মনিরুল হক,কোচবিহারঃ
আজাদ হিন্দ সকারের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল কোচবিহারে।খাগড়াবাড়ি ফরোয়ার্ড ব্লকের পার্টি অফিসে নেতাজির ছবিতে মাল্যদান করা হয়।নেতাজী যে ভাবে দেশবাসীর কথা চিন্তা করে কাজ করেছেন তাকে স্মরণ করে আজকের দিনে স্থানীয় প্রায় ৫০০ জন সাধারন মানুষের মধ্যে শীতবস্ত্র,কাপড়,ধুতি বিতরণ করলেন ফরোয়ার্ড ব্লকের জেলা কমিটি।
এদিন ফরওয়ার্ড ব্লকের নেতা দীপক সরকার বলেন, “সুভাষ চন্দ্র বসু যে ভাবে দেশের গরিব মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন,তার জন্য আমরা তাকে সেলাম জানাই।তার আদর্শ ও কাজ কর্মের অনুপ্রাণিত হয়ে আজকের দিনে যারা এই উৎসবের মরসুমে নতুন পোশাক, জামা-কাপড় কিনতে পারে নি সেই রকম প্রায় ৫০০ জন গরিব দুঃখীকে আমরা বস্ত্র প্রদান করলাম। পাশাপাশি দাবি রাখছি,৭৫ বছর হলেও এই সরকার আজাদ হিন্দ ফৌজের ইতিহাসের সঠিক মূল্যায়ন করতে পারে নি।স্কুল কলেজে যাতে আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস বেশি করে পড়ানো হয় এবং আজাদ হিন্দ বাহিনীর ইতিহাসকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয় এই দাবি রাখছি।”
আরও পড়ুনঃ মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকায় বিসর্জনে বাধা দিল বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584