নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্লাস্টিক মুক্ত করতে চাইছে রাজ্য প্রশাসন, সেই লক্ষ্যেই প্লাস্টিকের তৈরি নানান সরঞ্জাম ইতিমধ্যে বাতিল করছে প্রশাসনের তরফ থেকে। শুধু তাই নয় বিভিন্ন অনুষ্ঠানে খাওয়ার জন্য ব্যবহার করা থার্মোকলের থালা বাটি বাদ দিতে চাইছে প্রশাসনের তরফ থেকে এই নিয়ে একাধিক জায়গায় চলেছে অভিযান। সেই লক্ষ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে পিকনিক স্পটগুলোতে ‘প্লাস্টিক ও থার্মোকল বর্জন’ করুন পরিবেশ দূষণ মুক্ত রাখুন সুস্থ ভাবে বাঁচুন লক্ষ্যে পিকনিক স্পট গুলোতে শালপাতার থালা ও বাটি বিতরণ করলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি সভাপতি-দিবাকর জানা এবং শালপাতার তৈরি খাবার খাওয়া গুণগতমান ও শারীরিক উপকারিতা হিসেবে সচেতনতাবোধ হিসাবে প্রচার করেন।
আরও পড়ুনঃএনআরসি নিয়ে রাতারাতি দিলীপের মত বদলে চাঞ্চল্য রাজনৈতিক মহলে
এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রাজেশ কান্তি হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584