সোমবার থেকে মালদহে সরকারি বাস চালাবে প্রশাসন

0
64

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহ জেলায় বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা। এর মধ্যে সোমবার থেকে মালদহে সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। পাশাপাশি বাস ভাড়া অপরিবর্তিত রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Bus | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা প্রশাসন জানিয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বাস পরিষেবা চালু করা হবে। সেই মতো ইতিমধ্যে বাসগুলিকে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের প্রথমে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই নিয়ে যাওয়া হয় ইন্সটিটিউশনাল কোয়ারানটিনে।

আরও পড়ুনঃ চন্দ্রকোনার ১২টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত প্রশাসনের

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ ডিপোর ইনচার্জ উত্তম মজুমদার জানিয়েছেন, ‘সোমবার থেকে এই জেলাতেও গ্রিন জোনে বাস চালানোর চিন্তাভাবনা চলছে৷ জেলার ভিতরেই এই পরিষেবা চালু করা হবে৷ ইতিমধ্যে আমাদের কাছে বাস চালানোর জন্য তৈরি থাকার নির্দেশ এসেছে ৷ মূলত গাজোল, বৈষ্ণবনগর, হবিবপুর এলাকায় বাস চালানো হবে৷ প্রতি বাসে নিয়ম মেনেই বেশি যাত্রী তোলা হবে না৷ বাসে ওঠার আগে যাত্রীদেরকে যথার্থভাবে স্যানিটাইজড হতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here