নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের জেলা সম্মেলন

0
276

উমার ফারুক,গাজোল:নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের তৃতীয় মালদা জেলা সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় মালদার গাজলের জয়শ্রী লজে।সম্মেলনে সংসদের মুখপত্র প্রকাশ করেন অধ্যাপক ড.পুষ্পজিৎ রায়।

অহনা সাহার উদ্বোধনী সংগীতের মাধ্যমে সম্মেলনের শুভারম্ভ হয়।এরপর প্রয়াত সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।সম্মেলনে দশ জন প্রতিনিধি আলোচনায় অংশ গ্রহণ করেন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদের রাজ্য সম্পাদক আনসারুল হক।
সম্মেলনে শিবরাম চক্রবর্তী স্মারক সম্মান প্রদান করা হয় স্বপ্না রায়,কালিপদ সরকার, মহসিন আলি, মিনতি দত্ত মিশ্র, অসীম লাহিড়ী, বিশ্বজিৎ সঠিয়ার, বিষ্ণুপদ মন্ডল,স্বদেশ বর্মন,নিয়তি মৈত্র,দেবেন্দ্রনাথ বর্মন,মাধব চন্দ্র সিংহ, নরহরি দাস প্রমুখ ব্যক্তিবর্গ কে।গান পরিবেশন করেন অন্ধ শিল্পী সুশান্ত মন্ডল,শিশু শিল্পী সম্পৃক্ততা চক্রবর্তী ও স্নিগ্ধা মন্ডল।অনুগল্প পাঠ করেন স্মৃতিকনা মুখোপাধ্যায়।বাঁশি তে সুর তোলেন অতুল মন্ডল।

এছাড়াও ছড়া,কবিতা আবৃত্তি করেন উপস্থিত বাচিক শিল্পীরা।সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা সম্পাদক গজেন কুমার বাড়ই,সুবোধ কুমার দাস,নাড়ুগোপাল সরকার, স্বপন পাল,বিনয় বোস প্রমুখ।সম্মেলনে সভাপতিত্ব করেন লেখক শিল্পী সংঘের মালদা জেলা সভাপতি ড.পুষ্পজিৎ রায়।
অনিমেষ দাস কে জেলা সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।সঞ্চালনায় নির্মলেন্দু শাখারু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here