নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এআইইউটিইউসি (অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার)`র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ তমলুকের বার অ্যাসোসিয়েশন হলে শ্রমিকদের চতুর্থ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উপলক্ষে সম্মেলনস্থলের সামনে অস্থায়ীভাবে নির্মিত শহীদবেদী ও বিদ্যাসাগর এবং শহীদ মাতঙ্গিনীর স্মারক স্তম্ভে মাল্যদান এর মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা সভাপতি ফনি ভূষন চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌরী শঙ্কর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এসইউসিআই(সি) পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা অনুরূপা দাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দ পাত্র, ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক।
এই সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক মধুসূদন বেরা। মুল প্রস্তাব উত্থাপন করেন সমরেন্দ্র মাজী।
প্রধান অতিথি গৌরী শংকর দাস বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন শ্রমিক স্বার্থবিরোধী নীতির কথা উল্লেখ করে শ্রমিক জীবনের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৯ টি ইউনিয়নের সাথে যুক্ত দুই শতাধিক শ্রমিক যোগদান করেন। সম্মেলন থেকে ফণিভূষণ চক্রবর্তী,নারায়ন চন্দ্র নায়ককে উপদেষ্টা, সমরেন্দ্র মাজীকে সভাপতি, মধুসূদন বেরাকে সম্পাদক করে ৩৩ জনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি গঠিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584