হরষিত সিংহ,মালদহঃ
আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করল মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। বুধবার মালদহ কলেজ আডিটোরিয়ামে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী মহিলা প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়।
গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মহিলা কর্মীরা জেলা জুড়ে ভাল ফল করেছে।এমনকি সমস্ত কর্মীদের সঙ্গে সাংগঠনিক কাজেও ভাল প্রভাব ফেলেছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনেও মালদহ জেলায় ভাল ফলের আশায় কর্মীদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাজ্য সভানেত্রী।এদিনের কর্মী সভায় তিনি বলেন মালদহ জেলায় দুটি আসনেই দলকে জেতাতে হবে।তার জন্য এখন থেকেই প্রতিটি ব্লকে ব্লকে কর্মীদের নিয়ে বৈঠক ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নগুলি তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে।এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি সরকার সহ আনান্যরা।
আরও পড়ুনঃ হাসপাতাল পরিদর্শনে এসে বিক্ষোভের সম্মুখীন চন্দ্রিমা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584