কালিয়াগঞ্জে জাতীয় কংগ্রেসের সভা

0
298

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দীপা দাশমুন্সি।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘণ বটতলীতে জাতীয় কংগ্রেসের একটি সভায় এমন কথা বললেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মহিত সেনগুপ্ত।তিনি বলেন তারি লক্ষ্যে এখন থেকেই জাতীয় কংগ্রেসের কর্মীদের ঝাঁপাতে হবে।মহিত বাবু বলেন এবারের নির্বাচন হবে কঠিন লড়াই।এই রাজ্যে কংগ্রেস একাই লড়াই করবে।তাই এখন থেকে সব কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ময়দানে নামতে হবে।

নিজস্ব চিত্র

এদিন জেলা কংগ্রেস সভাপতি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল সরকার উভয়ই বিপজ্জনক তারা কেউ মানুষের ভালো চায়না।কেন্দ্রের সরকার ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।আর রাজ্যের সরকার জনগনের টাকা নিয়ে লুট করছে বিভিন্ন কেলেঙ্কারি করে ।বর্তমানে তৃণমূল কংগ্রেসের সরকার কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে।তাই এবারের লোকসভা ভোটে একদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে বলে তিনি আহ্বান জানান।তিনি বলেন এই লড়াইয়ে জাতীয় কংগ্রেস জয়ী হবেই।দিকে দিকে মানুষ বিজেপি ও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন।অপরদিকে জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ্র বলেন উত্তর দিনাজপুর জেলার মাটি কংগ্রেসের মাটি এই মাটিতে আগামী দিনে আবারো কংগ্রেসী বিরাজ করবে। সেই সময় আসন্ন।এদিনের সভায় বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক প্রমথনাথ রায়।তিনি বলেন তৃণমূল ও বিজেপিকে রুখতে সমস্ত কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে নামতে হবে।এখানে পিছু হটার কোনো জায়গা নেই।এদিনের সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত।কংগ্রেস নেতা তুলসী জয়সোয়াল সহ শহর ও ব্লকের নেতৃত্বরা।এর সভাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়েছিল বাঘন বটতলীতে সভা প্রাঙ্গণে।

আরও পড়ুনঃ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কালনা উত্তর চক্রের বার্ষিক সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here