হাতিয়াড়ায় ওয়াই.আই.এ.-এর জেলা তারবিয়াতি ইজতেমা

0
239

নিজস্ব সংবাদদাতা,নিউজ ফ্রন্ট,হাতিয়াড়া:

ইয়ুথস ইসলামিক অ্যাসোসিয়েশন(YIA) এর উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে হাতিয়াড়ার ‘নাকসে দার-ই-আরকাম’ মসজিদে রবিবার একটি ‘জেলা তারবিয়াতি ইজতেমার’ আয়োজন করা হয়।

বারাসাত হসপিটাল এর চিকিৎসক ডাঃসাহানুর মন্ডল এর দারসে কুরআন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।তিনি সুরা লুকমান এর ১৩-১৯ নং আয়াতের দারস পেশ করেন। এরপর “ইসলাম আপনার কাছে কি চায়?” শীর্ষক বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য দেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শিক্ষক রফিকুল ইসলাম।এছাড়াও এই প্রোগামে বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য,ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।মাঝে মাঝে ইসলামিক সংগীত, প্রোগ্রামটিকে প্রাণবন্ত করে তোলে।সমগ্র ইজতেমায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জন ছাত্রযুব ও বুদ্ধিজীবি অংশগ্রহণ করেন। সমগ্র প্রোগামটি পরিচালনা করেন সংগঠনের প্রক্তন রাজ্য সেক্রেটারি ডাঃআবু দাইয়ান।দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here