সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করে খণ্ডঘোষ থানাকে তদন্তের নির্দেশ দিলেন বর্ধমানের সিজেএম রতনকুমার গুপ্ত।
জানা যায়, গত ১৩ জানুয়ারি রাতে খণ্ডঘোষ থানার পবিত্রকুমার ঘোষ নামে এক ব্যক্তি আত্মঘাতী হন। তাঁর লেখা চিঠিতে উঠে আসে এই চারজনের নাম। চারজনের বিরুদ্ধে মৃতের মা কল্পনাদেবী সিজেএম আদালতে অভিযোগ জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ দিল্লিতে হিংসার প্রতিবাদে ধিক্কার মিছিল মেদিনীপুরে
সেই অভিযোগের ভিত্তিতে খণ্ডঘোষ থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও শম্পাদেবীর দাবি, মৃত যুবককে তিনি শুধু রাজনৈতিকভাবে চিনতেন।
যে সমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে তা সবই ভ্রান্ত। যদিও আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, যুবকের মৃত্যুর পর তাঁর পরিবারকে প্রলোভন ও ভয় দেখানো হচ্ছিল।
এবিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, আইন আইনের পথে চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584