‘সূর্যাস্ত’ হাটের উদ্বোধনে জেলাশাসক

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

 

রবীন্দ্রনাথের সহজপাঠে হাট বসেছিল শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আর মেদিনীপুর নাগরিক সমাজের উদ্যোগে হাট বসল কাঁসাই নদীর পাড়ে, শনিবারে। পড়ন্ত বিকেলে এই হাটের উদ্বোধন করলেন জেলা শাসক রশ্মি কমল।

pic1| newsfront.co
রশ্মি কমল, জেলাশাসক। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, সদর মহকুমা শাসক দীননারায়ন ঘোষ, সদর বিডিও ফারজানা খাতুন, সমাজসেবী সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

pic | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃপুকুরে ভাসমান দেহ, রহস্যজনক মৃত্যুর কিনারা খুঁজছে পুলিশ

হাটের নাম  দেওয়া হয়েছে ‘সূর্যাস্ত’। ঢিল ছোঁড়া দূরত্বে বয়ে চলেছে কাঁসাই, রেল সেতু দিয়ে ছুটে চলেছে ট্রেন, বট গাছের নিচে হাটে পশরা সাজিয়ে বসেছেন স্ব-সহায়ক দলের মহিলারা। কেউ এনেছেন বড়ি, কেউ বুনছেন ঝুড়ি, কেউ মাটির জিনিস, কেউ তেলেভাজা, কেউ পিঠে-পুলি, সরভাজা, পাঁপড়ভাজা। মহিলাদের সাজার সামগ্রীর পাশাপাশি ঘর সাজানোর জিনিস, কি নেই সেই হাটে। এই প্রথম এই ধরেনর হাট। তাই ভিড় উপচে পড়েছিল কাঁসাই-এর তীরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here