নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলা ঘোষনার পাঁচ বছর হয়ে গেলেও জেলা জজ কোর্ট গড়ে ওঠেনি। খুব শীঘ্রই অস্থায়ীভাবে জেলা জজ কোর্ট চালু হচ্ছে।
শনিবার আলিপুরদুয়ার প্রস্তাবিত জেলা আদালতের কক্ষ ও বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারক রবিকিষান কাপুর, আইনমন্ত্রী মলয় ঘটক।
সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহ্রদ মজুমদার, সভাপতি মৃদুল গোস্বামী সহ প্রশাসনের আধিকারিকরা।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে সম্প্রীতির ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন রায়গঞ্জ পুলিশ একাদশ
আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, উনি হাইকোর্টের একজন রেজিস্টারকে নির্দেশ দিলেন আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন।
সেই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন আমরা চাই মানুষের প্রয়োজনে তাড়াতাড়ি বিচার ব্যবস্থা চালু করা। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী স্বস্তি প্রকাশ করেছেন। খুব তাড়াতাড়ি আলিপুরদুয়ারে জেলা আদালতের সুবিধে পাবে সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584