তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে গত ৮ই অক্টোবর ২৬তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই শিশু বিজ্ঞান কংগ্রেসে জেলার ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে।উত্তর দিনাজপুরের বিভিন্ন বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীরা এই বিজ্ঞান কংগ্রেসে মোট ৩৭টি বিজ্ঞানের মডেল নিয়ে হাজির হয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেয়।রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিক প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুরজ মুখিয়া ও তার সঙ্গীরা রায়গঞ্জের কুলিক নদীর জল কি ভাবে প্রতিদিন দূষিত হচ্ছে তা হাতে কলমে দেখিয়ে দেয়।সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যালয়ের সুরজ ও তার সঙ্গীরা বেশ কিছুদিন ধরেই কুলিক নদীর জল নিয়ে সমীক্ষার কাজ করে বলে জানা যায়।
শিশু বিজ্ঞান কংগ্রেসে এই প্রকল্পটি প্রদর্শন করে সবাইকে চমকিয়ে দেয়।এই প্রকল্পের খুদে বিজ্ঞানীদের গাইডার হিসাবে ছিলেন রায়গঞ্জ মুক্তির কান্ডারী সংস্থার ঝুমকি পাল।রায়গঞ্জ টেন ক্লাস গার্লস স্কুলের দুই মুখ ও বধির বিদ্যালয়ে পরে থাকা প্লাস্টিকের বোতল,পেন্সিল দিয়ে তৈরী প্রজেক্টের মাধ্যমে তাদের হাতে বানানো নানান সামগ্রী উপস্থাপন করে দর্শকদের মন জয় করে নিয়েছে।অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল সাহা ও তার সঙ্গীদের গাইডার হিসাবে ছিলেন শিক্ষিকা মালঞ্চ গোস্বামী।জেলার সেরা কয়েকটি বিজ্ঞান মডেল নিয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় আগামী ১৭-১৮ই নভেম্বর অংশগ্রহণ করবে বলে জানা যায়।পরবর্তীতে আগামী ২৭-৩১শে ডিসেম্বর জাতীয় পর্যায়ের শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে উড়িষ্যার ভুবনেশ্বর শহরে।শিশু বিজ্ঞান কংগ্রেসের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা হিমালযান মাউনটেনিয়ার্স এসোসিয়েশনের সম্পাদক উৎপল মন্ডল, তাপস জোয়াদ্দার,বিশ্বজিৎ রায়, তরুণ সরকার,কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ দাস,চন্দ্র নারায়ন সাহা সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা ও বিভিন্ন অংশগ্রহনকারী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগন।
আরও পড়ুনঃ মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোর্টস মিট নিয়ে এক বিশেষ সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584