বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ে পর্যটকদের জন্য অতিথিশালার উদ্বোধন জেলা শাসকের

0
187

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

guest house | newsfront.co
নিজস্ব চিত্র

শাল মহুয়ায় ঘেরা ঝাড়গ্রাম জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হল বেলপাহাড়ি কাঁকড়াঝোড়।শান্ত মনোরম পরিবেশ যাদের পছন্দ তাদের একমাত্র ঠিকানা বেলপাহাড়ির কাঁকড়াঝোড়। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় মাওবাদী প্রভাব থাকার জন্য পর্যটকরা মুখ ফিরিয়ে নেয়, কিন্তু পরিবর্তনের পর আবার পর্যটকদের আনাগোনা শুরু হয়।

open | newsfront.co
নিজস্ব চিত্র

আর পর্যটকদের থাকার জন্য বা রাত্রিবাসের জন্য গড়ে তোলা হয় বেসরকারি অতিথি নিবাস, টেন্ট ক্যাম্প। কিন্তু এই প্রথম পর্যটকদের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ৫২লক্ষ টাকা খরচ করে তৈরি করা হল সরকারি অতিথি নিবাস। বুধবার দিন এই অতিথি নিবাসের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক আয়েশা রানি এ।

kankrajhore guest house | newsfront.co
নিজস্ব চিত্র
room | newsfront.co
নিজস্ব চিত্র

বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুদীপ গিরি নকশা তৈরি করেছেন এই অতিথিশালার, এখানে তিনটি রুম,বাথরুম, ড্রয়িং রুম,কিচেন রুম তৈরি করা হয়েছে। এই অতিথিশালা তে ৬ জন পর্যটক থাকতে পারবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ পাড়ায় সমাধান প্রকল্পে কবরস্থান ঘেরার কাজ মাথাভাঙ্গায়

ঝাড়গ্রাম জেলার জেলাশাসক বলেছেন “এইরকম অতিথিশালা নির্মাণের ফলে পর্যটকদের আসা-যাওয়ার পরিমাণ আরো বাড়বে। এর ফলে আমাদের ঝাড়গ্রাম জেলার পর্যটন শিল্প আরো উন্নত হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here