ভর্তির নামে টাকা আদায় বন্ধে কলেজে ব্যানার ঝোলালো জেলা পুলিশ

0
147

মনিরুল হক, কোচবিহারঃ

মুখ্যমন্ত্রী কোলকাতার এক কলেজে গিয়ে খোঁজ খবর নিতেই ভর্তি নিয়ে টাকা আদায় বন্ধে তৎপর হয়ে উঠল কোচবিহার জেলা পুলিশ। জেলার প্রায় সমস্ত কলেজ গেটে ব্যানার ছাপিয়ে ঝুলিয়ে দেওয়া হল। কলেজে ভর্তি জন্য কেউ টাকা চাইলে অথবা নির্দিষ্ট কোন বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার প্রস্তাব দিলে থানায় অনলাইনে কিম্বা ফোনে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে? কোচবিহার কোতোয়ালি থানার জন্য cobkotwalips@gmail.com, অথবা হোয়াটস অ্যাপ নম্বর 9475531058/908372916 এবং ফোন- ০৩৫৮২- ২২৮১০০ নম্বরে অভিযোগ করার আবেদন করা হয়েছে।

নিজস্ব চিত্র

বেশ কিছু দিন ধরেই কলেজ গুলোতে ভর্তির জন্য টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল। ওই অভিযোগ সম্পর্কে খোঁজ নিতে মুখ্যমন্ত্রী কোলকাতার আশুতোষ কলেজে যান। বৈঠক করেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়য়ের সাথেও। ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন, কলেজে ভর্তি হতে এসে যারা হয়রানির শিকার হচ্ছেন, তারা যদি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। টাকা নিয়ে ভর্তি বন্ধ করতে কোন মতেই মানা হবে না। এমনকি কলেজ গুলোতে পুলিস মোতায়েন করে নিরাপত্তার ব্যবস্থা ও বহিরাগতদের ওপর কড়া নজর রাখতে হবে।

নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরেই এবিএনশীল কলেজ, কোচবিহার কলেজ, পঞ্চানন মহিলা কলেজ, বিটি ইভিনিং কলেজ, দিনহাটা কলেজ, দেওয়ানহাট কলেজ সহ বেশ জেলার প্রায় সব কলেজ গুলোতে ওই টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ব্যানার ঝালানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here