পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক আজকে(১২মে) করোনা পরিস্থিতি

0
212

রাজ্যের ১৮ টি জেলায় করোনা সংক্রমণ হয়েছে। রাজ্যে এ দিন নতুন সংক্রমণ ১১০ জন, করোনায় মৃত্যু ১২৬ জনের এবং করোনা থাকাকালীন অন্য উপসর্গে মৃত্যু ৭২ জনের। সুস্থ হয়েছেম ১১৩ জন।

সব মিলিয়ে মোট আক্রান্ত ২১৭৩ জন, মোট সুস্থ ৬১২ জন এবং মোট মৃত্যু ১৯৮ জনের।

জেলা অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে (করোনা + করোনা থাকাকালীন অন্য উপসর্গে= মোট মৃত্যু)

  • কলকাতা ১০৪১ (৮৩ + ৫২= ১৩৫)
  • হাওড়া ৪৭৭ (১৮ + ৫ = ২৩)
  • উত্তর ২৪ পরগনা ২৮৮ (২০ + ৮ = ২৮)
  • হুগলি ১২৭ (১ + ৩ = ৪)
  • দক্ষিণ ২৪ পরগণা ৭২ (১ + ০ = ১)
  • পূর্ব মেদিনীপুর ৪৬ (০ + ১ = ১)
  • পশ্চিম মেদিনীপুর ১৯ (০ + ০ = ০)
  • মালদা ১৯ ( ০ + ০ = ০)
  • পশ্চিম বর্ধমান ১৪ (০ + ২ = ২)
  • নদিয়া ৯ (০ + ০ = ০)
  • পূর্ব বর্ধমান ৯ ( ০ +০ = ০)
  • দার্জিলিং ৭ (১ + ০ = ১)
  • কালিম্পং ৭ (১ + ০= ১)
  • বীরভূম ৭ ( ০ + ০ = ০)
  • মুর্শিদাবাদ ৫ (০ + ১ = ১)
  • জলপাইগুড়ি ৪ (০ + ০ = ০)
  • উত্তর দিনাজপুর ৩ (০ + ০ = ০)
  • ঝাড়গ্রাম ৩ (০ + ০ = ০)
  • ভিন রাজ্যের বাসিন্দা ১৬ (১ + ০ = ১)

রাজ্যের ৫ টি জেলা: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও পর্যন্ত কোনও করোনা সংক্রমণ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here