নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সকলের প্রিয় রানি মা সে। রানী রাসমণি ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র সে, দিতিপ্রিয়া রায়। মাধ্যমিকেও ভাল রেজাল্ট করে সে। উচ্চমাধ্যমিকেও হল বাজিমাত।
৮২.৪% নম্বর পেয়ে স্কুলের গণ্ডি পেরোল দিতি। ইংরেজিতে ৯০ আর এডুকেশনে ৯৩। পাঠভবনের ছাত্রী ছিল দিতিপ্রিয়া। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিত সে।
শুটিং-এর ফাঁকে মেক আপ রুমে বসেই চলত লেখাপড়া। বাড়ি ফিরেও মাঝেমধ্যে পড়ত সে। আগামীতেও লেখাপড়া জোরকদমে চালিয়ে যেতে চায় সে। দিতির কথায়- “রেজাল্ট মন্দ হবে না জানতাম। তবে, এতটা ভাল হবে ভাবিনি।”
বলতে দ্বিধা নেই, এই রেজাল্ট দিতিপ্রিয়ার চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিল। সামনেই আসছে দিতির আরও দুটি বড় কাজ। একটি ‘অভিযাত্রিক’, অন্যটি হিন্দি ছবি ‘বব বিশ্বাস’।
আরও পড়ুনঃ সুপার সিঙ্গারের বিচারক বদল
তার সঙ্গে এবার অভিনেত্রী কোন পথে নিজের পড়াশুনা এগিয়ে নিয়ে চলবে সেটাই দেখার। নিউজফ্রন্ট -এর তরফ থেকে রইল শুভকামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584