Ditipriya Roy: ওয়েব সিরিজে রানি মা

0
165

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

যত ভাল ভাল, শক্তিশালী চরিত্রেই অভিনয় করুন না কেন, তাঁকে রানি মা হিসেবেই চিরকাল বিশেষভাবে মনে রাখবে আমজনতা। এমনই প্রভাব দিতিপ্রিয়া ফেলেছেন দর্শকের মনে। আর এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন রানি মা ওরফে দিতিপ্রিয়া রায়। বলতে দ্বিধা নেই, এখানেও নজর কাড়বেন গ্র‍্যাজুয়েশনের প্রথম বর্ষের ছাত্রী দিতিপ্রিয়া রায়।

Ditipriya Roy
দিতিপ্রিয়া রায়। ছবি: সংগৃহীত

জানা গিয়েছে ‘তানসেনের তানপুরা’ সিরিজের তৃতীয় এপিসোডে থাকছেন তিনি। সঙ্গে থাকছেন বিক্রম চ্যাটার্জি। গল্প এবং নিজের চরিত্র দুটোই মনে ধরেছে তাঁর। তাই এগিয়ে এসেছেন। পরিচালকের ভূমিকায় জয়দীপ মুখার্জি। খুব মজা করে কাজ করছেন দিতি। এই ইউনিটেও সবথেকে কনিষ্ঠ তিনি। তাই খুব খাতির যত্ন পাচ্ছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

আরও পড়ুনঃ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক

সূত্রের খবর, বাংলার দুটি প্রথম সারির চ্যানেল থেকে তাঁর কাছে অফার এসেছে। এক্ষুণি টেলিভিশনে ফিরছেন না তিনি। তবে, টেলিভিশনে কাজ তিনি করবেন না তেমনটা নয়। সিনেমা এবং ওয়েব সিরিজের পাশাপাশি করবেন সিরিয়াল।

আরও পড়ুনঃ পর্দায় হাজির সারদামণি, চরিত্র নিয়ে আশাবাদী সন্দীপ্তা সেন

গল্প এবং চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটা তাঁর কাছে এই মুহূর্তে খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর হবে না-ই বা কেন, রানী রাসমণির চরিত্রে তাঁকে যে ভাবে মানুষ ভালোবেসেছে, আঁকড়ে ধরেছে তাতে নিজের ইমেজ নষ্ট হতে পারে এমন কোনও চরিত্রই তিনি করবেন না কখনও- বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here