নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
নির্বাচনের দিন ঘোষণার প্রাক্কালে আচমকা বদলি হলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল। মাত্র সাতদিন আগেই জেলার ভোটার লিস্ট তৈরির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসককে বদলির পর আজ জেলাশাসকের বদলিকে ঘিরে জেলার প্রশাসনিক মহলে শুরু হয়েছে চাপা গুঞ্জন।

মাত্র একবছর আগেই নিখিল নির্মল জেলার দায়িত্বে এসেছিলেন। বর্তমানে তার জায়গায় দায়িত্ব নিতে আসছেন কৌশিক নাগ। কৌশিক বাবু এর আগে এই জেলার অতিরিক্ত জেলা শাসক পদে কাজ করে গেছেন। এদিকে নিখিল নির্মল পূর্বে আলিপুরদুয়ারের জেলা শাসক পদে থাকাকালীন ফালাকাটা থানায় ঢুকে এক যুবককে মারধরের ঘটনার জেরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

পরে বেশ কয়েকমাস অন্যপদে থাকার পর ফের তাকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক পদে নিয়োগ করা হয়। যদিও তার বদলি নিয়ে কোন মন্তব্য করতে চাননি নিখিল নির্মল।অপরদিকে জেলায় খসড়া ভোটার লিস্ট তৈরির পর থেকে বিজেপি ও বিরোধী দল গুলি জেলার ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলে সোচ্চার হয়। বিশেষ করে সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যায় নতুন ভোটার হওয়াকে কেন্দ্র করে অভিযোগ করা হয় ।
আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা তৃণমূল নেতা মদন মিত্র’র
পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়নি বলেও তারা সোচ্চার হয়। বিজেপির তরফে তা নিয়ে সরাসরি দিল্লির নির্বাচন দফতরের পাশাপাশি কলকাতার নির্বাচন দফতরেও অভিযোগ জানানো হয়। পরে চূড়ান্ত তালিকা প্রকাশের পরও সেই একই বিষয়ে সরব হয় বিজেপি। আর তার কয়েকদিনের মধ্যেই ভোটার লিস্ট তৈরির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক রঞ্জন ঘোষকে বদলি করে দেওয়া হয় রাজ্যের তরফে। তিনিও মাত্র কয়েক মাস আগে জেলায় ওই পদে যোগ দিয়েছিলেন।
এবার আচমকা ভোটের মুখে জেলা শাসককের বদলি হওয়াকে ঘিরে তাই চাপা গুঞ্জন শুরু হয়েছে প্রশাসনিক মহলে। যদিও প্রশাসনিক মহলের অন্য একটি অংশ সূত্রে জানা গেছে নিখিল নির্মলের বেশ কিছু কাজ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উন্নয়নের নিরিখে এই জেলা তেমন সুবিধে করতে না পারার দরুন ভোটের মুখে সরিয়ে দিয়ে অন্য বার্তা দেওয়ার একটা চেষ্টা চালালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী
অন্যদিকে জেলা বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান তারা ভোটার লিস্ট নিয়ে কোন আমলার নাম উল্লেখ করে অভিযোগ জানানো হয়নি । তবে প্রশাসনিক পদের রদবদলে আসন্ন ভোট কতটা নিরেপেক্ষ ভাবে হবে। সে নিয়ে আমরা আশঙ্কিত। তাই আমাদের দাবি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রত্যেকটি বুথে আধা সামরিক বাহিনী মোতায়ন করা হোক ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584