নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফ থেকে আজ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এর জেলা শাসক এর কাছে ১৪ দফার দাবিতে জেলা কালেক্টরেট অফিস ঘেরাও করা হল।
সাঁওতালি ভাষার অলচিকি লিপিতেপঠনপাঠন,অলচিকি শিক্ষক নিয়োগ,সকল আদিবাসীদের শংসাপত্র প্রদানসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ অবস্থান।আদিবাসীদের এদিন দক্ষিণ দিনাজপুর সেঙ্গেল অভিযান এর পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান শ’পাঁচেক আদিবাসী।অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী।
পরে দক্ষিণ দিনাজপুর জেলা সেঙ্গেল অভিযান এর সভাপতি বিভুতি টুডুর নেতৃত্বে জেলা শাসক দীপপ প্রিয়া পি কে স্মারকলিপি দেওয়া হয় মূলত তাদেরদাবি বেশকিছু স্কুলে এস.টি সংরক্ষণ থাকলেও
বাইরে থেকে মোটা অংকের অর্থের পরিমাণ
নিয়ে সংরক্ষণ সিট গুলি ফিলাপ করা হয়েছে। এছাড়া জেলায় আদিবাসী ভাষায় পঠন-পাঠন শুরু করতে হবে আদিবাসী সেঙেল অভিযান এর জেলা সভাপতি বিভুতি টুডু জানান এই অভিযান আগামীতে আরো বৃহত্তম হবে যদি জেলা প্রশাসন বিষয়টি সঠিক ভাবে নজর না করেন।
আরও পড়ুনঃ দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584