মজে যাওয়া বেহুলা নদী সংস্কারের কাজ পরিদর্শনে জেলাশাসক

0
295

শ্যামল রায়,বর্ধমানঃ

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বেহুলা নদী সহ ক‍্যানেল সংস্কার করা হোক। দাবির প্রতি
সমর্থন জানিয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন একশো দিনের কাজে মজে যাওয়া বেহুলা নদী সংস্কার শুরু হয়েছে।বৃহস্পতিবার এই সংস্কারের কাজ পরিদর্শন করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। জানা গিয়েছে যে সংস্কার কাজের জন্য একশো দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১৫ লক্ষ টাকা।
এছাড়াও পাড় বাঁধানোর কাজও শুরু হয়েছে।
অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন যে পূর্ব বর্ধমান জেলার মধ্যে কালনা ২ নম্বর ব্লকের উন্নয়নে তিনি খুশি আগামী দিন উন্নয়নের গতি আরও বাড়ানোর ওপর জোর দিতে বলেছেন তিনি।

নিজস্ব চিত্র

এদিন সাতসকালেই কালনা ২ নম্বর ব্লকের উন্নয়ন খতিয়ে দেখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে পরিদর্শনে চলে আসেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। আনুখাল গ্রাম পঞ্চায়েতের দফরপুর গ্রামে একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিদর্শন করেন তিনি। প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরি হয়েছে ।
এছাড়াও জেলাশাসক এই পঞ্চায়েতের বানিনাথপুর গ্রামে বাংলা আবাস যোজনা ও গীতাঞ্জলি যোজনা ঘর প্রাপকদের বিভিন্ন বাড়ি পরিদর্শন করেন তিনি।বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের কোনরকম সমস্যা তৈরি হচ্ছে কি না সে ব্যাপারেও খোঁজখবর নেন।

নিজস্ব চিত্র

এরপরে সিঙেরকোন পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এসে একটি উন্নয়নমূলক সভায় যোগদান করেন তিনি। উপস্থিত ছিলেন আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক । জেলাশাসক জানিয়ে দেন যে উন্নয়ন নিয়ে কোনোরকম গড়িমসি করা যাবেনা উন্নয়নের গতিধারা প্রতিদিনই বাড়াতে হবে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা এখনো পর্যন্ত যাদের কাছে পৌঁছায়নি দ্রুত পৌঁছে দেওয়ার কথাও জানিয়ে দেন তিনি। সভা শেষ করে চলে যান এই ব্লকের অধীন বেলা শেষে একটি বৃদ্ধাশ্রমে। আব্দুর সাত্তার স্মৃতি রক্ষা কমিটি পরিচালিত বেলাশেষে বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলে যে এই ধরনের কাজ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে ।আগামী দিনের জন্য সরকারি প্রকল্পের সমস্ত রকম সুযোগ-সুবিধা পেতে পারে তার জন্য তিনি সমস্ত রকম সহযোগিতার কথা জানিয়ে দিলেন। এদিন উপস্থিত ছিলেন মহকুমাশাসক নীতিন সিংহানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব ঘরিয়া বেলা শেষে বৃদ্ধাশ্রম এর সম্পাদক প্রণব রায় পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি আলমগীর সাত্তার পঞ্চায়েতের আধিকারিক সুদীপ কুন্ডু ও সুদীপ মন্ডল সহ অনেকে।
সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া জানান যে তাদের ব্লগে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জেলার মধ্যে একশো দিনের কাজে শ্রমদিবস এর প্রথম হয়েছে এবং রাজ্যের ক্ষেত্রে বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত  রাজ্যের সেরা পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে। তিনি আরও জানিয়েছেন আগামী দিন দিনে কর্মসংস্থানমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করার উপর বেশি জোর দেবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সমস্ত মানুষের কাছে পৌঁছায় তার উদ্যোগ ইতিমধ্যেই তিনি নিয়েছেন আগামী দিনেও নেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here