গোঁজপ্রার্থীর ভ্রুকুটি বর্ধমানে উপেক্ষা করতে পারছে না তৃণমূল

0
85

শ্যামল রায়,বর্ধমানঃআসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের প্রার্থী নিয়ে ভাবাচ্ছে কর্মী-সমর্থক ও নেতাদের।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন৩২৩৪টি। এর মধ্যে তৃণমূলের মনোনয়নপত্র জমা পড়েছে৪৭১৫টি।
জানা গিয়েছে যে তৃণমূলেরগোজ প্রার্থীর সংখ্যা ১৪৮১ টি। এর বাইরে নির্দল প্রার্থী সংখ্যা আছে১৯৯টি। যার মধ্যে অধিকাংশ শাসকদলের।
আরও জানা গিয়েছে যে জেলাতে গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি প্রার্থী দিয়েছে১২০৩টিতে। সিপিআইএম মনোনয়নপত্র জমা দিয়েছে১২৩৯টিতে। গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএমের মনোনয়নপত্র থেকে মনোয়নপত্র জমা দিয়েছে শাসক দলেরগোজ প্রার্থীরা।
আরও জানা গিয়েছে যে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৬১৮ টি। তৃণমূলের মনোনয়নপত্র জমা পড়েছে৮৯০টি। এই সমিতির ক্ষেত্রে তৃণমূলেরগোজ প্রার্থী সংখ্যা হচ্ছে 2৭২টি। অন্যদিকে বিজেপির মনোনয়নপত্রের সংখ্যা সমিতিতে ২৭২টি। সিপিআইএমের মনোনয়নপত্র সংখ্যা হল২৪১টি। নির্দল প্রার্থী সংখ্যা হল১৯টি।
এই নির্দল প্রার্থীরা হলেন অধিকাংশ শাসক দলের নেতাকর্মীরা।
জেলা পরিষদে ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও গোজ প্রার্থী নিয়ে ভাবাচ্ছে তৃণমূল নেতাদের। জেলা পরিষদ মোট আসন সংখ্যা ৫৮টি। এর মধ্যে মনোনয়নপত্র তৃণমূল দাখিল করেছে ৬৬টি। নির্দল প্রার্থী সংখ্যা ৪ জন। অন্যান্যরা রয়েছেন ৬ জন। অধিকাংশ শাসক দলের নেতাকর্মীরাগোজ প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

পূর্ব বর্ধমান জেলায় এক ও দুই পঞ্চায়েত সমিতি জামালপুর ও ভাতারে গোজ প্রার্থীদের সংখ্যা থাকি সব থেকে বেশি।
রাজ্যের অন্যতম মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ এই প্রসঙ্গে জানিয়েছেন যে অনেকে আছেন টিকিট পাওয়ার আশায় বসে থাকেন যারা টিকিট পায়নি তারা এই কাজটি করেছেন। ভোটে দাঁড়ানোর লোভ সামলাতে অনেকেই পারেনি তবে এলাকার মানুষ  কাকে ভোট দেবেন ভালো মত জানেন তাই তৃনমূলের প্রতীকে ভোট দেবেন ভোটাররা। সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here