কালিয়াচক থানায় পুলিশের লালারস সংগ্রহ স্বাস্থ্যকর্মীদের

0
38

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহ জেলা পুলিশের নির্দেশে কালিয়াচক থানার পুলিশের ব্যবস্থাপনায় সমস্ত পুলিশকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও লালা-র নমুনা সংগ্রহ করল জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার কালিয়াচক থানায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। সমস্ত পুলিশকর্মী সিভিক ভলান্টিয়ার সকলের শারীরিক পরীক্ষার পাশাপাশি লালার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

doctor health check up to kaliachak police officer | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত জেলা জুড়ে করোনা আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে। ভিন রাজ্য ফেরত শ্রমিকদের শরীরে মিলেছে মারণ ভাইরাসের অস্তিত্ব। সঙ্গে কালিয়াচক থানা এলাকায় একাধিক আক্রান্তের সংখ্যা রয়েছে। ফলে সেই আক্রান্তদের উদ্ধার করে আইসোলেশন বা হাসপাতাল পাঠানোর কাজে স্বাস্থ্য দফতরের সঙ্গে বরাবরই কালিয়াচক থানার পুলিশ কর্মীরা নিজেদের নিয়োজিত করেছেন।

আরও পড়ুনঃ মালদহে নতুন করে করোনা আক্রান্ত ২

পুলিশকর্মীদের কোনরকম অসুস্থতা রয়েছে কিনা সেদিকে লক্ষ্য রেখে কালিয়াচক থানায় এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। থানার আইসি আশিস দাস সহ সমস্ত পুলিশকর্মী সিভিক ভলান্টিয়ার, পুলিশের গাড়ির চালক সকলের লালারসে নমুনা সংগ্রহ করার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশ মত স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here