ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিগৃত চিকিৎসক

0
224

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :পুণরায় চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল। এবারের স্থান ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল।

ছবি:সংগৃহীত

চিকিৎসায় গাফিলতির অভিযোগে কর্মরত চিকিৎসকে রুগীর পরিবারের লোকজন মারধোর করে।ঘটনার প্রকাশ এই যে, একটি এল ভি এফ রোগী বাথরুমে গিয়ে পড়ে যায় এবং কিছুক্ষণ পর মারা যায়। রোগীর স্বাস্থ্যের পরিস্থিতি পরিবারের লোকজনকে জানানো হয়ছিল,কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটার পরেই পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে রাউন্ড চলাকালীন এই চিকিৎসককে মারধর করেন, নার্সদের অশ্রাব্য গালিগালাজ করে।
এমনিতেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা তার উপর রোগী মৃত্যুর ঘটনা ঘটলেই রোগীর পরিবারের লোকজন খড়্গহস্ত হয়ে ওঠে চিকিৎসকদের উপর তবে সেটি সার্বিকভাবে এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থারই ক্ষতি হবে। চিকিৎসকদের নুন্যতম নিরাপত্তাও দিচ্ছে না সরকার।

চিকিৎসকদের একদিকে প্রসাশনিক চাপ আর এক দিকে রোগীর পরিবারের রক্তচক্ষুর সামনে পেশাগত দায়িত্ব পালন করতে আর একের পর এক নিগ্রহের ঘটনা ক্ষোভ সৃষ্টি করছে।

সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে ডা. স্বপন বিশ্বাস দাবী করেছেন, ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here