চিকিৎসক নার্স বাড়ন্ত হলেও সিসি ক্যামেরায় মোড়া মঙ্গলকোট ব্লক হাসপাতাল

0
55

শ্যামল রায়,মঙ্গলকোটঃ

পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত অঞ্চলে মঙ্গলকোট ব্লক হাসপাতাল অবস্থিত। এতদঞ্চলের হাজার হাজার মানুষের ভরসা এই মঙ্গলকোট হাসপাতালটি,কিন্তু হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
তবে স্থানীয় রাজনৈতিক দলের একাংশের দাবি আগের তুলনায় এখন যথেষ্ট ভালো চিকিৎসা মেলে ব্লক হাসপাতাল থেকে।
তবে এটাও প্রচলিত চিকিৎসকদের দাবি যে এই মঙ্গলকোট হাসপাতাল এই জেলার মধ্যে লাইগেশন এ প্রথম।শুধুমাত্র অভাব চিকিৎসক ও নার্সের। অভাব রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মীরও।
তবে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন যে হাসপাতালে আরও বেশি সংখ্যায় চিকিৎসক দেওয়া হোক এবং নার্স দেওয়া হোক তাহলে আমাদের এখান থেকে আর অন্যত্র ছুটতে হবে না।
অথচ এই মঙ্গলকোট ব্লক হাসপাতাল বসলো নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে হাসপাতালে চারিদিক নজরদারি রাখতে এগারোটা সিসিটিভি ক্যামেরা বসেছে।
তবে হাসপাতালে দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন যে চিকিৎসক কম থাকলেও দরদ দিয়ে  স্বাস্থ্যপরিষেবা মেলে এই হাসপাতাল থেকে।
এছাড়াও আরও অভিযোগ যে হাসপাতাল এ কোন পাঁচিল না থাকার কারনে যত্রতত্র ঘুরে বেড়ায় গরু ছাগল ভেড়া।তাই স্থানীয়দের দাবি হাসপাতালটিকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হোক।তাহলে অবাধ গরু ছাগল ও ভেড়ার প্রবেশ বন্ধ হয়ে যাবে।এছাড়াও প্রতিদিন আউটডোরে দুইশ আড়াইশো রোগী হয়ে থাকেন কিন্তু সর্বক্ষণের চিকিৎসকের অভাব রয়েছে এই ব্লক হাসপাতলে।
হাসপাতালের চিকিৎসক বৃদ্ধি হলে রোগীদের  রেফার হতে হবে না বর্ধমান কাটোয়া বা বোলপুর হাসপাতালে।
তাই এই ব্লক হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ ইতিমধ্যেই পরিকল্পনামাফিক গ্রহণ করেছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মদক্ষ মুন্সী রেজাউল হক। তিনি আরো জানিয়েছেন যে এই হাসপাতালগুলোর চিকিৎসা পরিষেবা আগের তুলনায় এখন অনেকটাই ভালো শুধুমাত্র অভাব চিকিৎসকের তবে মঙ্গল করে চিকিৎসকের অভাব তা নয় সারা রাজ্য জুড়েই সংকট রয়েছে চিকিৎসকদের। তবুও জেলা স্বাস্থ্য আধিকারিক এ বিষয়টি আমরা জানিয়েছি আরো বেশি পরিমাণ চিকিৎসক দিলে একটি  রেফারহীন ব্লক হাসপাতালের চেহারা নিতে পারে বলে তিনি মনে করছেন।হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন যে হাসপাতাল এ আরো চিকিৎসকের প্রয়োজন তাহলেই পরিষেবা নিয়ে কোন অভিযোগ থাকবে না এলাকাবাসীর।
অনেক সমস্যার কথা আমরা জেলা স্বাস্থ্য আধিকারিকে বিষয়টি জানিয়েছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here