দক্ষিন ২৪ পরগনা,সিমা পুরকাইতঃ
খুশির ইদ বাড়ি ফেরার কথা থাকলেও ফিরলো না মথুরাপুর এর হকোলডাঙা গ্রামের ১৮ টি পরিবার।ঈদের দিনেই আত্মীয়ও স্বজনদের কাছে এসে পৌচ্ছায় দুঃসংবাদ।গত ৭ ই আগস্ট থেকে নেপাল গোর্খা থানায় আটক করা হয় ওই ১৮ টি পরিবারকে।
এদের মধ্যে একজন শিশু ও মহিলা আছে বলে জানা গেছে।ওই দরিদ্র মানুষগুলো গত দশ বছরেরও বেশি সময় ধরে দেশে মুরগির বাচ্চা এলাকায় বিক্রি করে রোজকার করত বলে জানা গেছে।
তবে ইদের আগে বাড়ী ফেরাকে কেন্দ্র করে বাড়ির মালিক সাথে ঝামেলা হয়,বাড়ির মালিক থানায় অভিযোগ করে বলে জানা যায়।আর এর পর থেকেই গোর্খা থানায় আটক ওই ১৮টি পরিবার।
আরও পড়ুনঃ সবংয়ে পথ দূর্ঘটনায় মৃত ১
তবে কি কারনে আটকালো তা জানা যায়নি। এর ফলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। কিভাবে ফিরবে হতাশায় পরিবারের লোকজন তবে এই বিষয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এলাকায় কয়েকজন পরিবারের সাথে কথা বলেন এবং প্রশাসনের সঙ্গে কথা বলে কিভাবে ফেরানো যায় তার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584