নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মালদহ কেনেল ক্লাবের উদ্যোগে মালদহ শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে ডগ’শো এর আয়োজন করা হয়।শনিবার সকাল দশটা থেকে চলে প্রতিযোগিতা।মালদহ সহ চার জেলার প্রায় শতাধিক সারমেয় অংশ নেয় ডগশোতে।
প্রায় ১৫ প্রজাতির সারমেয় নিয়ে হাজির হয় পশু প্রেমীরা। মালদা ক্যানেল ক্লাবের সভাপতি প্রত্যার্পণ সিংহ রায় জানিয়েছেন,মালদহ,মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের প্রায় ১৫ প্রজাতির সারমেয় নিয়ে ডগশোতে অংশগ্রহণ করেন পশু প্রেমীরা।এর পাশাপাশি মানুষকে সচেতন করা হয় এই ডগ’শো এর মাধ্যমে।কিভাবে কুকুর পালন করা উচিত তা বোঝানো হয়।১৫ টি গ্রুপের মাধ্যমে এই প্রতিযোগিতা করা হয়।প্রতিযোগিতায় যারা ভালো ফল করে তাদের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুনঃ জানকুলি নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
জার্মান শেফার্ড,হাস্কি, ডোবারম্যান সহ বিভিন্ন প্রজাতির সারমেয় ডগশোতে অংশগ্রহণ করে।শনিবার সারাদিন ধরেই চলে প্রতিযোগিতা।কয়েক হাজার মানুষ সেই প্রতিযোগিতা দেখতে রামকৃষ্ণপল্লী ময়দানে জমায়েত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584