নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার পর কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে শ্রমিক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এমনকি শ্রমিকদের গ্রামে ঢুকতে দিচ্ছেন না গ্রামবাসীরা বলেও অভিযোগ।
ফলে সমস্যায় পড়েছেন ভিন রাজ্য থেকে আসা এই শ্রমিকরা। মালদহের ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের আটগামা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মিল্কি গ্রাম পঞ্চায়েতের আটগামা,নতুনটোলা গ্রামের বেশ কয়েকজন, কেউ বা মহারাষ্ট্র আবার কেউ বা দিল্লিতে শ্রমিকের কাজে কর্মরত ছিলেন। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে শুরু হয় লকডাউন।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
আর তার জেরে আটকে পড়ে এই সমস্ত শ্রমিকেরা। মাসখানেক সেখানে থাকার পর চলতি মাসের ১৭ই মে তারা মালদহে ফিরে আসেন। এরপর তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজেটিভ ধরা পড়ে। চিকিৎসার পরে তারা সুস্থ হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ১২জন পরিযায়ী শ্রমিকদের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়।
এরপর তারা গ্রামে নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু দেখা যায়, গ্রামের মানুষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। কলে জল নেওয়া থেকে দোকানে জিনিস কিনতে যাওয়া সব ক্ষেত্রেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে জানাযায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584