সুদীপ পাল, বর্ধমানঃ
স্ত্রীকে নির্যাতন এবং খুনের চেষ্টা করার অভিযোগে বিজেপির এক শিক্ষক নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। চিরঞ্জিত ধীবর নামে ওই নেতাকে বেনাচিতির নতুনপল্লীর বাড়ি থেকে ধরা হয়।
কাঁকসার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক চিরঞ্জিতবাবু ভোটে বিজেপির প্রার্থী ছিলেন দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের। আরএসএস প্রভাবিত ‘বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘে’র রাজ্য সম্পাদক পদে তিনি রয়েছেন।
বছর পাঁচেক আগে তাঁর ও সন্ধ্যাদেবীর বিয়ে হয়। একটি ছেলে রয়েছে। চিরঞ্জিতবাবুর বাবা-মা থাকেন ডিএসপি টাউনশিপের শিবাজী রোডে। বিয়ের পর থেকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো এবং স্বামীর বেশকিছু বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে স্ত্রী অভিযোগ করেন।
সন্ধ্যাদেবীর অভিযোগ গত ৫ আগস্ট স্বামীর মোবাইল ফোনে হাতে পেয়ে অনেক মহিলার সঙ্গে অশালীন কথোপকথনের তিনি দেখে ফেলেন। বিষয়টি চিরঞ্জিতবাবুকে জানাতে চিরঞ্জিতবাবু ও তাঁর বাবা জোর করে মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর গলা টিপে ধরা হয় বলে তিনি অভিযোগ করেন। এরপর দুর্গাপুর মহিলা থানায় গেলে পুলিশ তিন দিন ধরে তাঁর অভিযোগ নিতে টালবাহানা অভিযোগ করে। শেষমেশ ১৫ আগস্ট অভিযোগ পত্র ডাকযোগে পাঠানো এবং তা নথিবদ্ধ হয়।
চিরঞ্জিতবাবুর বাবা তপনবাবু দাবি করেন, বাড়ির অমতে বিয়ে করেছিল ছেলে। বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত। আলাদা থাকার পরামর্শ দিয়েও সমস্যা মেটেনি। এখন মিথ্যে অভিযোগ করে পরিবারের সুনাম নষ্ট করছে।
আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে খুন,অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
দুর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, শিক্ষক সংগঠনের নেতা হয়ে এমন কাজের জন্য অভিযুক্তের কঠোর সাজা হওয়া উচিত। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, দোষ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সেটিও দেখা দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584