অবৈধ অনুপ্রবেশকারী! ডোমিনিকা কোর্টে জামিন খারিজ মেহুল চোকসির

0
64

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ডোমিনিকার আদালত খারিজ করে দিল হীরে ব্যবসায়ী মেহুল চোকসির জামিনের আবেদন। ভারতে মেহুল চোকসির বিরুদ্ধে ১৩,৫০০ কোটি টাকার ব্যাংক লোন জালিয়াতির মামলায় মেহুলকে দেশে ফেরাতে চায় ভারত সরকার। এছাড়া এন্টিগা থেকে বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকা দ্বীপে, এই মর্মে ডোমিনিকা আদালতে মামলা হয় তাঁর বিরুদ্ধে।

mehul choksi | newsfront.co
চিত্র সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

মেহুল চোকসির আইনজীবী আদালতে বলেন, বহু অনুপ্রবেশকারী ডোমিনিকাতে রয়েছেন যারা জামিনে মুক্ত। এক্ষেত্রেও তাঁর মক্কেল মেহুল চোকসির জামিনের আবেদন মঞ্জুর করা হোক, বরং জামিনের শর্ত কঠোর করা যেতে পারে। অবৈধ অনুপ্রবেশের জামিনের বন্ড ১০,০০০ মার্কিন ডলারের পরিবর্তে মেহুলের ক্ষেত্রে দ্বিগুন করা হোক।

আরও পড়ুনঃ মাদ্রাসা শিক্ষকদের কেন পেনশন দেওয়া হবে? প্রশ্ন কেরালা হাইকোর্টের

শুনানিতে আদালত বলে, মেহুল চোকসির জামিন মঞ্জুর করা হলে তাঁর দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা রয়েছে।চোকসির আইনজীবী আরো জানান, “ভারতে ১১ টি মামলা চলছে তার নামে। এছাড়াও ইন্টারপোলের রেড কর্নার নোটিশ রয়েছে তাঁর বিরুদ্ধে। বরং এই দ্বীপেই তাঁর নামে কোনো মামলা নেই, তিনি অনেক নিশ্চিন্তে আছেন।অতএব কোনো কারণেই তিনি ডোমিনিকা ছেড়ে পালিয়ে যেতে চাইবেন না।” সব কিছু শোনার পরেও আদালত মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত সরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা কোন বই প্রকাশ করতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের

মেহুল চোকসি এবং তাঁর আত্মীয় নীরব মোদির বিরুদ্ধে ভারতে ১৩,৫০০ কোটি টাকার ব্যাংক জলিয়াতির মামলা রয়েছে। নীরব মোদি আপাতত রয়েছেন লন্ডনের জেলে, জামিনের আবেদন মঞ্জুর না হওয়ায় মেহুল চোকসিকেও আপাতত ডোমিনিকার জেলেই থাকতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here