ঈদ-উল-আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমকলের এসডিপিও’র

0
150

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে প্রায় ২০০টি পরিবারের হাতে মিষ্টান্ন, খাবার তুলে দিলেন ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী। বরাবরই এলাকাবাসীদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে তাকে।

Domkal SDPO
মানুষের পাশে এসডিপিও। নিজস্ব চিত্র

করোনা আবহে ঈদ উপলক্ষে আজও তিনি খাদ্য সামগ্রী ও কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিলেন কিছু দুঃস্থ অসহায় পরিবারকে। সেইসঙ্গে মহকুমাবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তিনি। রাস্তাঘাটে যাতায়াতের সময় সাবধানতা অবলম্বন বিষয়েও সজাগ থাকার বার্তা দেন এসডিপিও।

Domkal SDPO
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এবার থেকে মাসের শেষ দিনে বিলি হবে না রেশন, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

এদিন স্থানীয় এক ব্যক্তি জানান যে, এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী ডোমকলে আসার পর থেকেই বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি শুধু একজন আইনরক্ষক হিসেবে থেমে থাকেননি। কখনো অভুক্তদের মুখে খাবার, পরার জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন অসহায় পরিবারের কাছে। মূলত মহকুমায় এমন একজন এসডিপিও পেয়ে খুশি এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here