নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশে চলছে লকডাউন। আর সেই কারণেই পিছিয়ে যাচ্ছে জি-৭ জোটের বৈঠক। জুনের বদলে এবার সেপ্টেম্বরে এই বৈঠক করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত, রাশিয়া-সহ চারটি দেশকে সেই বৈঠকে আমন্ত্রণও জানাতে চাইছেন তিনি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বিশ্বে কী চলছে, তা ঠিকভাবে জি-৭ তুলে ধরতে পারছে না বলে আমার মনে হয়।’ ট্রাম্প আরও জানান, বৈঠকের নয়া তারিখ এখনও ঠিক করেননি। তবে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন চলাকালীন বা আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর সেই বৈঠক হতে পারে।
আরও পড়ুনঃ দু’জন বিজ্ঞানীকে নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স-এর ড্রাগন ক্যাপসুল
এবার জি-৭ বৈঠকে ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এক সহযোগী জানান, ভবিষ্যতে চিনকে কীভাবে সামলানো হবে, তা আলোচনার জন্য চিরাচরিত মিত্র দেশগুলিকে একসঙ্গে আনার পরিকল্পনা করছেন ট্রাম্প। তবে ওই চার দেশকে শুধুমাত্র আমন্ত্রণ জানাতে চান নাকি জি-৭-এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে চান, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584