গাধাকে আ্যাডমিট কার্ড !

0
266

ওয়েবডেস্ক:-

গরুর পর গাধা! পরীক্ষার আ্যাডমিট কার্ড পেল গাধা। তাও আবার সরকারি চাকরির। জম্মু কাশ্মীরের নায়েব তহশিলদারের পদে নিয়োগের জন্য রোবাবর ছিল সার্ভিস সিলেকশন বোর্ডের (এসএসবি) পরীক্ষা।আর এ পরীক্ষাকে কেন্দ্র করেই ঘটেছে এমন অবাক কাণ্ড। এ পরীক্ষার জন্যই একটি গাধার নামে আ্যাডমিট কার্ড দেয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কার্ডে নাম রয়েছে কাচুর খার, যার মানে বাদামি গাধা। কার্ডে গাধার ছবিও আছে। তার জন্ম দেখানো হয়েছে ১৯৯০ সালের ১ জানুয়ারি।

ছবি-সংগৃহীত

শ্রীনগরের একটি সরকারি স্কুলে এ গাধাটির পরীক্ষা কেন্দ্র। এসএসবির ওয়েবসাইটে গাধাটির আ্যাডমিট কার্ডের ছবি দেয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরেই ওই আ্যাডমিট কার্ড সিস্টেম থেকে মুছে ফেলা হয়। কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলতে থাকে। কি করে এমন হল তা জানা যায়নি বোর্ডের কাছে।

জম্মু কাশ্মীর সরকার অবশ্য এ ঘটনাটিকে হালকাভাবে দেখানোর চেষ্টা শুরু করেছে। শিক্ষামন্ত্রী সৈয়দ মহম্মদ আলতাফ বুখারী দাবি করেছেন, ‘কেউ নিছক মজা করতে এটা করেছে। আমার মনে হয় না এ ঘটনার ফলে এসএসবির ভাবমূর্তি নষ্ট হবে। প্রযুক্তির যুগে কম্পিউটারের মাধ্যমে আ্যাডমিট কার্ড তৈরি হয়।’

জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী এ ঘটনার দায় এড়িয়ে গেলেও, সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজ্য সরকারের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে ২০১৫ সালে জম্মু কাশ্মীরে প্রফেশনাল এন্ট্রান্স পরীক্ষায় একটি গরুর নামে আ্যাডমিট কার্ড দেয়া হয়েছিল। এবার এসএসবি পরীক্ষায় আ্যাডমিট কার্ড পেল একটি গাধা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here