নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তার বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে আবেদন করেন রামদেব। চেয়েছেন সুপ্রিমকোর্টের রক্ষাকবচ।
এবার সেই আবেদনের বিরুদ্ধে দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশন সুপ্রিমকোর্টে আইয়ে(IA) মামলা ফাইল করল। আবেদনে শীর্ষ আদালতের কাছে অনুরোধ করা হয়েছে রামদেবকে যেন কোনোভাবেই অব্যাহতি না দেওয়া হয়।
Ramdev Started False Propaganda On COVID Treatment To Promote Patanjali Products : Delhi Medical Association Tells Supreme Court @royradhika7,@PypAyurved https://t.co/HzIsSHSVYQ
— Live Law (@LiveLawIndia) July 3, 2021
DMA-এর দাবি শুধুমাত্র নিজের সংস্থার তৈরি আয়ুর্বেদিক করোনিল কিট বিক্রির জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসার বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন তিনি। শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসাকে অপমান করাই নয়, দেশের জনগণকে কোভিড ভ্যাকসিন না নেওয়ার জন্য উস্কানি দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে কেন সংঘের ঘরের লোক ধামি! বুঝতে হলে জানতে হবে পরিচয়
করোনা অতিমারীর দ্বিতীয় তরঙ্গে যখন সারা দেশ বিপর্যস্ত, দেশের সমস্ত ডাক্তাররা, স্বাস্থ্য কর্মীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন মানুষকে সুস্থ করে তুলতে, ঠিক সেই পরিস্থিতিতে যোগগুরু রামদেব প্রশ্ন তোলেন অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং অ্যালোপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে। শুধু তাই নয়, তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে ‘বোকা বিজ্ঞান’ আখ্যায়িত করেন। দেশজুড়ে শুরু হয় সমালোচনা।
আরও পড়ুনঃপাথর হয়ে যাচ্ছে শরীর! বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশু
রামদেবের এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এফআইআর দায়ের করে। সেই এফআইআর গুলোর উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রামদেব। গত শুনানিতে প্রধান বিচারপতি এনভি রমানার নেতৃত্বাধীন বেঞ্চ রামদেবকে তার বিতর্কিত মন্তব্যের আসল ভিডিও আদালতে পেশ করার নির্দেশ দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584