আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন না থাকলে জেল-জরিমানা নয়ডায়

0
63

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

ফোনে আরোগ্য সেতু অ্যাপ নেই? তাহলে দিতে হবে ১০০০টাকার জরিমানা অথবা হতে পারে ৬মাসের জেলও। হ্যাঁ, এমনটাই ঘটছে নয়ডায়। করোনার আবহে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন না থাকাকে শাস্তিযোগ্য অপরাধের তালিকায় রাখছেন নয়ডা পুলিশ। নয়ডা ও গ্রেটার নয়ডায় যাঁরা থাকেন, তাঁদের স্মার্টফোনে যোগাযোগের ট্রেসিং অ্যাপ না থাকলে জরিমানা দিতে হবে। কারাবাসও হতে পারে। শহরে প্রবেশকারীদের জন্যও একই নির্দেশ।

aragya setu | newsfront.co
প্রতীকী চিত্র

ডিসিপি অখিলেশ কুমার বলেন, স্মার্টফোনে যাঁদের আরোগ্য সেতু অ্যাপলিকেশনটি নেই তাঁরা আইপিসির ১৮৮ ধারায় বুকিং করতে পারবেন। এর পরে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন যে, ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা নেওয়া হবে, কারাদন্ড দেওয়া হবে না কোনও সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

অন্যদিকে, তিনি এও বলেন যে, কারোর কাছে মোবাইল ডেটা যদি না থাকে। তাহলে পুলিশ তাদের হটস্পট দেবে যাতে সেই সব ব্যক্তি ‘আরোগ্য সেতু’ অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আর যদি ফোন স্টোরেজের অভাবের মতো অন্যান্য সমস্যা থাকে তবে নয়ডা পুলিশ ওই ব্যক্তির ফোন নম্বর নেবে। এরপর ওই ব্যক্তি এই জরুরী অ্যাপটি ডাউনলোড করেছে কিনা তা পরীক্ষা করার জন্য সীমান্ত এলাকায়, বাজার অঞ্চল সহ নয়ডার অন্তর্ভুক্ত যে কোনো জায়গায় টহল দেবে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here