হরষিত সিংহ,মালদহঃ
ইদুজ্জোহার নামাজ পাঠের মধ্যে দিয়ে কেরালায় বন্যা দূর্গতদের জন্য দোয়া কামনা করলেন মালদহ জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জেলার বিভিন্ন ঈদগাহ্ ময়দান গুলিতে নামাজ পাঠের পাশাপাশি ত্রাণের অর্থ জমা করা হল বন্যা দূর্গতদের জন্য।মালদহের এক মাত্র হায়দারপুর মুসলিম মহিলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ইদুজ্জোহা উপলক্ষে নামাজের আয়োজন করা হয়। মুসলিম মহিলারা সেখানে নামাজ পড়ে় কেরলবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন।গত কয়েকদিন ধরে কেরলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বহু মানুষ মারা গেছেন।দেশের বিভিন্ন প্রান্তসহ জেলার বহু শ্রমিক সেখানে আটকে পড়েছেন।ঈদুজ্জোহার নামাজ এবং কুরবানি দিতে পারছেননা তারা। সেই সমস্ত দুর্গতদের জন্য দোয়া করলেন মুসলিম মহিলা জনকল্যাণ সমিতির মহিলারা।দুর্গতদের সাহায্যের জন্য তারা অর্থ সংগ্রহ করেন। সংগ্রহ করা সেই অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে তারা কেরলে পাঠাবেন।অপরদিকে জেলার সব থেকে বর ইদগাহ ময়দান কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ময়দানে এদিন প্রায় এক লক্ষ মানুষ এক সঙ্গে নামাজ পাঠ করেন।
এদিন সকলে নামাজ পাঠ করে কেরলের বন্যা দূর্গতদের জন্য দোয়া কামনা কর। কমিটির পক্ষ থেকে শুরু হয়েছে বন্যা দূর্গতদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ। এদিন নয়মৌজা ময়দানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেত অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীন) দীপর সরকার জেলা ডিএসপি হেড্-কোয়াটার্স বিপুল মজুমদার সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্তারা।পাশাপাশি এদিন কালিয়াচক সহ জেলার প্রতিটি ঈদ-গাহ্ ময়দানে বন্যা দূর্গতদের জন্য দোয়া করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584