নিজস্ব সংবাদদাতা, কল্যাণী, নদীয়া:
আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ‘ফিজওলজি ডিপার্টমেন্ট’ সকাল সাড়ে এগারোটা নাগাদ বিদ্যাসাগর অডিটোরিয়ামে এক ডিশটিংগুইশড্ বক্তৃতার আয়োজন করে। এই বক্তৃতার মুখ্য বক্তা ছিলেন সন্মানীয়া ড. শ্রীমতী শশীবালা সিং। তিনি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের DRDO (Defence Research Development Organization) নতুন দিল্লী-এর ডিরেক্টর জেনারেল (লাইফ সায়েন্স)। সঙ্গে ছিলেন DRDO অধীনস্ত DIPAS পরীক্ষা সংস্থানের সিনিয়ার বিজ্ঞানী ড. মধুসূদন পাল। অনুষ্ঠাানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার ঘোষ, বিজ্ঞানের ডিন অধ্যাপিকা রীতা ঘোষ, রিসার্চ শাখার নির্দেশক অধ্যাপক শীতল চট্টোপাধ্যায়, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. গৌতম পাল এবং বিভাগীয় প্রধান ড. এস সাহু, অধ্যাপিকা এল লাহিড়ী এবং দূর শিক্ষা বিভাগের সহ অধিকর্তা ফারুক আহমেদ । এছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক সহ আধিকারিকবৃন্দ।
ড. সিং এর ববক্তব্যের বিষয় ছিল – “Research Innovations of DRDO for improving the quality of life of soldiers deployed at high altitude environment” অর্থাৎ প্রতিকূল পরিবেশে সেনাদের সুরক্ষা খাদ্য, বাসস্থান এবং রোগনিরাময়ে ডিআরডিও এর উদ্ভাবনী অবদান।
কল্যাণী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ডিআরডিও এর ডিরেক্টর জেনারেল ড. শ্রীমতী শশীবালা সিংকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584