নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বর্তমানে যখন এনআরসি নিয়ে উত্তাল রাজনৈতিক মহল, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের এক ডাক্তার সাধারণ মানুষের কাছে এনআরসি সম্বন্ধে সচেতনতা বোধ সৃষ্টি করার লক্ষ্যে সাধারণ মানুষকে নিয়ে বৈঠক শুরু করলেন। কেশপুরের ড: সৌমেন পন্ডা এলাকার মানুষের কাছে খুব পরিচিত, বর্তমানে উনি চিকিৎসা ছাড়াও এক সমাজসেবী সংগঠনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে নানাভাবে উপকৃত করে থাকেন, যখন এনআরসি নিয়ে উত্তাল তখনই ঠিক আবার মানুষের মধ্যে পৌঁছে সেই সব ভুল ভ্রান্তি দূর করার চেষ্টা করেন।

অন্যদিকে এনআরসি-র বিরুদ্ধে থেকেও মানুষের মধ্যে এনআরসি-র ধারণাও তুলে ধরেন তিনি। বিভিন্নভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ধারণা হয়েছে এনআরসি-র মাধ্যমে দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে। সেক্ষেত্রেও জল ঢেলে দেন তিনি। তিনি বলেন এনআরসি শুধু মুসলিমদের জন্য লাঘু করা হয়নি, এটা সকল সম্প্রদায়ের মানুষের মধ্যেই হবে।
আরও পড়ুনঃবাংলাদেশ সরকারের নির্দেশে ভারতের সীমান্তে মোবাইল পরিষেবা বন্ধ
এদিন কেন্দ্রীয় সরকারের উপর নিশানা করে বর্ডার সিকিউরিটি ফোর্স এর উপর আঙ্গুল তেলেন তিনি। তিনি বলেন যেসব মানুষকে অনুপ্রবেশকারী বলছে কেন্দ্র সরকার, তারা কিভাবে অনুপ্রবেশকারী হলো বর্ডার সিকিউরিটি থাকা সত্ত্বেও অর্থাৎ এক কথায় বলা যায়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে থেকেও মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। যদিও এই পদক্ষেপে যথেষ্ট সাড়া পাচ্ছেন ডক্টর সৌমেন পন্ডা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584