ফাঁসিদেওয়ায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

0
56

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

নিজস্ব চিত্র

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েতের বটতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই বটতলা থেকে শুরু করে মানগছ পর্যন্ত রাস্তার বেহাল দশা। কিন্তু গত ছয় মাস আছে এই রাস্তার কাজটি শুরু হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফ থেকে। তবে কাজটি একমাস করার পর বন্ধ হয়ে যায়। এরপর থেকেই আরও বেশি বেহাল হয়ে পড়ে। এলাকার বাসিন্দা চলাচল না করতে পারায়।

বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও মেলেনি কোন সুরাহা। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।পুলিশ প্রশাসনের আশ্বাসে দীর্ঘ দু’ঘন্টা পর অবরোধ উঠে।এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

road blockade at fansidewa 2 | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জল অপচয় বন্ধ ও বৃক্ষরোপন নিয়ে র‍্যালী স্কুল ছাত্রছাত্রীদের

পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।এর পাশাপাশি অবরোধকারিদের দাবি যদি প্রশাসন কোন সুরাহা না করে। তাহলে এরপর আরও বড় বৃহত্তর আন্দোলনে নামব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here