নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দিঘা নিয়ে যখন মূখ্যমন্ত্রী গোয়া বানানোর স্বপ্ন দেখছেন,ঢেলে সাজাচ্ছেন সমুদ্র সৈকতকে। তখন নিউ দিঘার চরম বেহাল দশা ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দিঘা স্টেশনের সামনের রাস্তায় একাধিক ড্রেন দিয়ে দূষিত জল রাস্তায় জমা হচ্ছে।
বেশ কয়েকদিন ধরে ড্রেনের মুখ দিয়ে অনর্গল নিসৃত হচ্ছে জল।আর এই জল বেশ কিছুটা এলাকার রাস্তায় জল জমছে।নোংরা দূষিত জলের উপর দিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে পর্যটকদের। দিঘা উন্নয়ন পর্ষদের আধিকারিকদের নজরেও কোন পদক্ষেপই নিচ্ছেনা উন্নয়ন পর্ষদ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ব্যবসায়ী থেকে পর্যটকেরা।
আরও পড়ুনঃ যাত্রী প্রতীক্ষালয়ের উপর থেকে খসে পড়ল চাঁই, অল্পের জন্য বাঁচল প্রাণ
এইভাবে বেশ কয়েকদিন চললেও হুঁশ ফেরেনি প্রশাসনের, আগামী দিনে যদি এই ভাবেই দূষিত হতে থাকে সমুদ্র সৈকত তাহলে হয়তো অনেকটাই ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা কারণ এই সময়ে দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা আসেন দিঘা সৈকত ঘুরতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584