নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা রানার নাট্য সংস্থার ৪৫ তম বর্ষপূর্তি উৎসব ও সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ফালাকাটা কমিউনিটি হল-এ। অনুষ্ঠান চলবে ২৫ ডিসেম্বর থেকে চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় মোট ১২টি নাটকের দল অংশগ্রহণ করবে। এছাড়াও থাকছে আবৃত্তি, এসো প্রশ্ন করি, বসে আঁকো, হাতের লেখা-সহ সারা বাংলা ছোট নাটক প্রতিযোগিতা ।
অংশগ্রহণকারী ১২ টি নাটক দলের নাটকগুলো হল, জলপাইগুড়ি কলাকুশলীর নাটক ‘নালক’, কোচবিহার ব্রাত্য সেনার নাটক ‘গিনধর সোরেন ও একটি ডাইনীর গল্প’, কলকাতা আমতা পরিচয়ের নাটক ‘এলা দিদি’, শিলিগুড়ি সৃজন সেনার নাটক ‘সারে জাঁহান সে আচ্ছা’, মাথাভাঙ্গা গিলোটিনের নাটক ‘কার কপালে কী’, কলকাতা ঋতুর নাটক ‘অন্য রাজার গল্প’, বহরমপুর সুহৃদের নাটক ‘শেষ যুদ্ধ’, কোচবিহার স্বপন উড়ানের নাটক ‘মাদারি কি খেল’, হুগলি থিয়েটার ইউনিট এর নাটক ‘আমাদের সেই ঘরটা’, বর্ধমান স্বপ্ন অঙ্গনের নাটক ‘যশোদা মা’, কলকাতা থিয়েটার প্রসেনিয়াম এর নাটক ‘ও আওয়ার্স’, কলকাতা রূপচক্রের নাটক ‘হারানের নাত জামাই’।
আরও পড়ুনঃ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বাঁশ, পাঁচ বছরে খুন ৪০ সাংবাদিক
ফালাকাটা রানার নাট্য সংস্থার সভাপতি বাদল চক্রবর্তী বলেন, “আমাদের এই উৎসব কলকাতা, আসাম ও উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্যদল অংশগ্রহণ করে।
মোট ১২ টি নাটকের দল অংশগ্রহণ করবে এবং শেষের দিন আমাদের নিজেদের পূর্ণাঙ্গ নাটক ‘শুখানদীঘি’ পরিবেশিত হবে। এর সাথে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফালাকাটাবাসী আমাদের এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সকলকে আমন্ত্রণ জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584