ফালাকাটায় শুরু সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা

0
200

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফালাকাটা রানার নাট্য সংস্থার ৪৫ তম বর্ষপূর্তি উৎসব ও সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ফালাকাটা কমিউনিটি হল-এ। অনুষ্ঠান চলবে ২৫ ডিসেম্বর থেকে চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

drama competition start in falakata | newsfront.co
বর্ষপূর্তি। নিজস্ব চিত্র

সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় মোট ১২টি নাটকের দল অংশগ্রহণ করবে। এছাড়াও থাকছে আবৃত্তি, এসো প্রশ্ন করি, বসে আঁকো, হাতের লেখা-সহ সারা বাংলা ছোট নাটক প্রতিযোগিতা ।

milan saha chowdhury | newsfront.co
মিলন সাহা চৌধুরী। নিজস্ব চিত্র

অংশগ্রহণকারী ১২ টি নাটক দলের নাটকগুলো হল, জলপাইগুড়ি কলাকুশলীর নাটক ‘নালক’, কোচবিহার ব্রাত্য সেনার নাটক ‘গিনধর সোরেন ও একটি ডাইনীর গল্প’, কলকাতা আমতা পরিচয়ের নাটক ‘এলা দিদি’, শিলিগুড়ি সৃজন সেনার নাটক ‘সারে জাঁহান সে আচ্ছা’, মাথাভাঙ্গা গিলোটিনের নাটক ‘কার কপালে কী’, কলকাতা ঋতুর নাটক ‘অন্য রাজার গল্প’, বহরমপুর সুহৃদের নাটক ‘শেষ যুদ্ধ’, কোচবিহার স্বপন উড়ানের নাটক ‘মাদারি কি খেল’, হুগলি থিয়েটার ইউনিট এর নাটক ‘আমাদের সেই ঘরটা’, বর্ধমান স্বপ্ন অঙ্গনের নাটক ‘যশোদা মা’, কলকাতা থিয়েটার প্রসেনিয়াম এর নাটক ‘ও আওয়ার্স’, কলকাতা রূপচক্রের নাটক ‘হারানের নাত জামাই’।

drama competition start in falakata | newsfront.co
প্রতিযোগিতামূলক কার্যাবলী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বাঁশ, পাঁচ বছরে খুন ৪০ সাংবাদিক

ফালাকাটা রানার নাট্য সংস্থার সভাপতি বাদল চক্রবর্তী বলেন, “আমাদের এই উৎসব কলকাতা, আসাম ও উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্যদল অংশগ্রহণ করে।

মোট ১২ টি নাটকের দল অংশগ্রহণ করবে এবং শেষের দিন আমাদের নিজেদের পূর্ণাঙ্গ নাটক ‘শুখানদীঘি’ পরিবেশিত হবে। এর সাথে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফালাকাটাবাসী আমাদের এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সকলকে আমন্ত্রণ জানাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here